Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
51 st National Samobay Dibosh , 2022
Details

উপজেলা সমবায় কার্যালয়,হরিরামপুর,মানিকগঞ্জ এ যথাযোগ্য মর্যাদায় “ বঙ্গবন্ধুর দর্শন , সমবায়ে উন্নয়ন “ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপজেলার সকল সমবায়ীসহ সকল পেশার মানুষের বিপদের কান্ডারী জনাব দেওয়ান সাইদুর রহমান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হরিরামপুর, মানিকগঞ্জ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজিম খান, ভাইস চেয়ারম্যান, জনাব বেগম সাজেদা চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,হরিরামপুর,মানিকগঞ্জ। অত্র সমবায় দিবসে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি), হরিরামপুর,মানিকগঞ্জ। এছাড়াও উপজেলা সমবায় কর্মকর্তা, হরিরামপুর,মানিকগঞ্জ ও অত্র দপ্তরের কর্মচারীবৃন্দ, সমবায়ী সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Attachments
Image
Publish Date
05/11/2022
Archieve Date
03/11/2023